শেষ ১০ ওভারে ১৪৪ রান দিয়েছেন সাকিবরা

প্রশ্নটার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। পুরস্কার বিতরণের মঞ্চে সঞ্চালক মার্ক নিকোলাস বাংলাদেশের ব্যাটিং প্রসঙ্গে প্রশ্নটা করলেন মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। দলের ব্যাটিংয়ের যখন ভঙ্গুর অবস্থা, তখন ফর্মে থাকা মাহমুদউল্লাহকে টপ অর্ডারে খেলানোর কথা উঠছিল। এই বিশ্বকাপে মাহমুদউল্লাহই বাংলাদেশ দলের একমাত্র ধারাবাহিক ব্যাটসম্যান। চার ম্যাচ খেলে তিনটিতে ব্যাটিং করে রান করেছেন ৪১*, ৪৬ ও ১১১।

টপ অর্ডারের বাকিরা যখন রান করছেন না, তখন মাহমুদউল্লাহকে টপ অর্ডারে নিয়ে এলেই তো হয়! অবশ্য এ নিয়ে সাকিব ও টিম ম্যানেজমেন্টের ভাবনা একটু অন্য রকমই। সাকিবের মুখেই শুনুন সেটি, ‘মুশফিক ও মাহমুদউল্লাহকে ওপরে খেলানো নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু তাঁদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বে তাঁরা খুব ভালো করছেন।’ এরপর সাকিব আরও একবার ওপরের সারির ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার বিষয়টি সামনে নিয়ে এলেন, ‘আমাদের ওপরের দিকের চার-পাঁচজন ব্যাটসম্যান রান করছে না। তাদের রান করতে হবে। আমরা যদি তাদের কাছ থেকে রান বের করতে পারি, তাহলে ভালো হবে।’

সুত্রঃ প্রথম আলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here