Thursday, April 10, 2025
spot_img
Homeশিক্ষাবিবাহিত-গর্ভবতী ছাত্রীদের হল ছাড়ার বিধান প্রত্যাহারের দাবি

বিবাহিত-গর্ভবতী ছাত্রীদের হল ছাড়ার বিধান প্রত্যাহারের দাবি

বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিবাহিত এবং গর্ভবতী ছাত্রীদের আবাসিক হলে থাকার বিষয়ে একটি বৈষম্যমূলক বিধান পুনর্বহালের জন্য নির্দেশ জারি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই নির্দেশনাসহ সংশ্লিষ্ট ধারাটি প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সিভিল সোসাইটি ফোরাম।

আজ বুধবার সিএস ও ফেরাম ফর স্ট্রেনদেনিং সাসটেইনেবল এসআরএইচআর ইকোসিস্টেম ইন বাংলাদেশের পক্ষে এ দাবি জানানো হয়।

সংগঠনের বিবৃতিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের বিবাহিত এবং অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়ে প্রভোস্ট একটি নোটিশ জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, ‘আবাসিকতা লাভ ও বসবাসের শর্তাবলী এবং আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা ২০২১ এর ১৭ নম্বর ধারা অনুযায়ী বিবাহিত এবং গর্ভবতী শিক্ষার্থীরা আবাসিক সিট পাবে না।’ যেখানে বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনসমূহে বিশেষত নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসন সনদে (সিডও) শিক্ষাঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে।

বিবৃবিতে বলা হয়, আমাদের মতে, এই বৈষম্যমূলক বিধিমালা বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ১৯ (৩)-(সুযোগের সমতা), অনুচ্ছেদ ২৭-(আইনের দৃষ্টিতে সমতা) এবং অনুচ্ছেদ ২৮-(লিঙ্গ বৈষম্য বিলোপ)-এর সুস্পষ্ট লঙ্ঘন। এটি বাংলাদেশের জাতীয় নারী উন্নয়ন নীতিমালা এবং নিরাপদ মাতৃত্ব ঘোষণাপত্রসহ নারীর অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় সরকারের জাতীয় ও আন্তর্জাতিক সকল অঙ্গীকারের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।

ফলে সংশোধিত বিধিমালা প্রকাশ করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে গর্ভবতী শিক্ষার্থীদের আবাসিক হলে থাকাকালীন তাৎক্ষণিকভাবে সব সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিশেষ আবেদন জানাই।

সূত্রঃ কালের কণ্ঠ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments