নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য সংরক্ষণে আসছে অ্যাপ। আগামী নভেম্বর মাসের শুরুতে এ অ্যাপটির কার্যক্রম শুরু হবে। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের শিখনকালীন মূল্যায়ন ও সামস্টিক মূল্যায়ন (পরীক্ষা) তথ্য অন্তর্ভুক্ত করতে হবে শিক্ষকদের। অ্যাপটিতে শিক্ষার্থীদের তথ্য সংরক্ষিত থাকবে। শিক্ষার্থী পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পরও তার আগের বছরের মূল্যায়নের তথ্য অ্যাপটি ব্যবহার করে শিক্ষকরা দেখতে পারবেন।
সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি সঙ্গে ঢাকা অঞ্চলের প্রধান শিক্ষকদের ভার্চুয়াল সভায় এ বিষয়ে জানানো হয়। সভায় অংশ নেয়া একাধিক প্রধান শিক্ষক বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রী।
প্রধান শিক্ষকরা জানান, শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে ভার্চুয়াল সভায় জানানো হয়, নতুন শিক্ষাক্রমের শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য সংগ্রহে আগামী নভেম্বর মাসের শুরুতে একটি অ্যাপ চালু হচ্ছে। এ অ্যাপে শিক্ষকদের শিক্ষার্থীর শিখনকালীন ও সামস্টিক মূল্যায়নের (পরীক্ষা) তথ্য অন্তর্ভুক্ত করতে হবে শিক্ষকদের। এ অ্যাপে সংরক্ষিত তথ্য শিক্ষার্থীর একটি আইডিতে সংরক্ষিত থাকবে। যা পরবর্তী শ্রেণিতেও শিক্ষকরা দেখতে পারবেন। আগামী নভেম্বর মাসের ৫ থেকে ৭ তারিখের মধ্যে এ অ্যাপটি চালু হওয়ার সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে।
চলতি বছর থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হচ্ছে। এ বছর মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণিতে এবং প্রাথমিকের প্রথম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৪ খ্রিষ্টাব্দে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে তা শুরু হবে। এরপর ২০২৫ খ্রিষ্টাব্দে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে চালু হবে। ২০২৬ খ্রিষ্টাব্দে এ শিক্ষাক্রমে প্রথম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণিতে ২০২৬ খ্রিষ্টাব্দে এবং দ্বাদশ শ্রেণিতে ২০২৭ খ্রিষ্টাব্দে নতুন শিক্ষাক্রম চালু হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। সূত্রঃ দৈনিকশিক্ষা