Thursday, April 10, 2025
spot_img
Homeখেলাধুলাপারফরম্যান্সে সবার ওপর হতাশ বাটলার

পারফরম্যান্সে সবার ওপর হতাশ বাটলার

বিশ্বকাপটা ভালো যাচ্ছে না গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। টানা হারের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে তারা। যে কারণে নিজের ওপর তো হতাশই, দলের অন্য ক্রিকেটারদের পারফরম্যান্সেও খুশি না ইংল্যান্ড দলপতি জস বাটলার।

বিশ্বকাপে ৫ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে ইংল্যান্ড। ৫ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এমন পারফরম্যান্সে তো যে কারোরই হতাশ হওয়ার কথা। তেমন অনুভূতি বাটলারেরও। গণমাধ্যমকে তিনি বলেন, ‘অনেক কঠিন আর হতাশার এক টুর্নামেন্ট যাচ্ছে। নিজের ওপর, সবার ওপর হতাশ, কেউই নিজেদের সেরাটা দিতে পারিনি। এমন বাজে পারফরম্যান্সের কোনো সোজাসাপ্টা উত্তর এই মুহূর্তে নেই।’

বাটলার যোগ করেন, ‘সত্যি বলতে আত্মবিশ্বাস হারাইনি। ড্রেসিংরুমে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে, যারা অনেক কিছুর ভেতর দিয়ে গিয়েছে, তারা অভিজ্ঞ। আপনি রাতারাতি বাজে খেলোয়াড় হয়ে যাবেন না, রাতারাতি বাজে দলও হওয়া যায় না। আমার মনে হয়, সবচেয়ে বড় হতাশার এটাই।’

৫ ম্যাচের পারফরম্যান্সে কি বাটলার অধিনায়কত্ব ছেড়ে দেবেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘অধিনায়ক হিসাবে সব সময়ই প্রশ্নের মুখে পড়তে হয়। ক্রিকেটারদের সেরাটা বের করে আনার দায়িত্ব অধিনায়কেরই। দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও তার কাঁধে। নেতা ও অধিনায়ক হিসেবে, বিশেষ করে একজন প্লেয়ার হিসাবে নিজের ওপর আমার অনেক আস্থা ও বিশ্বাস রয়েছে। তবে আপনি যদি জানতে চান, আমার এখনও ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে থাকা উচিত কি না, সেটা আমার উপরে যারা আছেন, তাদের সিদ্ধান্তের ব্যাপার।’ সূত্রঃ সময় নিউজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments