সরকার হটানোর ‘এক দফা’ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে শনিবার ঢাকার ১১টি স্থানে ‘মহাসমাবেশ’ করার ঘোষণা দিয়েছে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।
সকাল থেকেই এসব কর্মসূচি পালিত হবে বলে তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১। বিএনপি: ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত নয়া পল্টন সড়কে (দুপুর ২টা)
২। গণতন্ত্র মঞ্চ: জাতীয় প্রেস ক্লাবের সামনে (বিকাল ৩টায়)
৩। ১২ দলীয় জোট: বিজয়নগর পানির ট্যাংকের সামনে (দুপুর ২টায়)
৪। জাতীয়তাবাদী সমমনা জোট: পুরানা পল্টনে আল রাজি কমপ্লেক্সের সামনে (দুপুর ২টায়)
৫। গণতান্ত্রিক বাম ঐক্য: জাতীয় প্রেস ক্লাবের সামনে (বেলা ১২টায়)
৬। গণফোরাম ও পিপলস পার্টি: নটরডেম কলেজের কাছে গণফোরাম চত্বরে (বেলা ১২টায়)
৭। এলডিপি: এফডিসির কাছে এলডিপি কার্যালয়ের সামনে (বিকাল ৩টায়)
৮। লেবার পার্টি: পুরানা পল্টন মোড়ে (বিকাল ৪টায়)
৯। গণঅধিকার পরিষদ (নূর): বিজয়নগর পানির ট্যাংকের কাছে (সকাল ১১ টায়)
১০। গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া): পুরানা পল্টন কালভার্ট রোডে (বিকাল ৩টায়)
১১। এনডিএম: মালিবাগ মোড়ে (বেলা ১১টায়)
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত ১২ জুলাই থেকে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও সমমনারা। ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে তাদের ‘মহাযাত্রা’ শুরু হবে বলে বিএনপি নেতারা ঘোষণা দিয়েছিলেন।
বিএনপি জমায়েত হতে চায় নয়া পল্টনে। পরে আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের ঘোষণা দেয়। পাল্টাপাল্টি ঘোষণায় জনমনে তৈরি হয় উদ্বেগ।
এ অবস্থায় ঢাকা মহানগর পুলিশ বিকল্প দুটি জায়গার নাম চেয়েছিল দল দুটির কাছ থেকে। তবে বিএনপি জানিয়েছে নয়া পল্টন ছাড়া অন্য কোথাও সমাবেশ ‘সম্ভব নয়।’ আর আওয়ামী লীগ বলেছে, বিএনপি নয়া পল্টনে থাকলে তারাও অবস্থান থেকে সরবে না।
সূত্রঃ বিডিনিউজ