বিভিন্ন রিয়েলিটি শোর মাধ্যমে মিডিয়া অঙ্গনে আসা অনেকেই প্রতিকুল পরিবেশসহ নানা কারণে এক সময় হারিয়ে যান। তবে কেউ কেউ আবার স্বীয় প্রতিভা, আস্থা এবং নিষ্ঠাগুণে সংস্কৃতি অঙ্গনে টিকে থেকে অত্যন্ত দাপটের সঙ্গেই কাজ করেন। তারা সৌন্দর্যের পাশাপাশি ভালো কাজের আগ্রহ এবং আত্মপ্রত্যয়ের গুণে সৃজনশীল কাজ করে ভক্ত অনুরাগীদের কাছে ভালোবাসা যেমন কুড়ান, তেমনি বোদ্ধামহলেও প্রশংসা অর্জন করেন। যদিও তাদের সংখ্যা হাতেগোনা। এই তালিকার অন্যতম একজন লাক্স তারকা মেহজাবীন চৌধুরী। যিনি বর্তমান সময় ছোটপর্দার সবচেয়ে আলোকিত মডেল-অভিনেত্রী। শুধু বর্তমান সময়েই নয়, গত কয়েক বছর ধরেই টিভি অভিনেত্রীদের শীর্ষ আসনটি নিজের করে রেখেছেন তিনি। এই কয়েক বছরের ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন মেহজাবীন। অভিনয়ে তার বহুমুখিতার জন্য এই লাক্সসুন্দরী তার ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন।
বেশ কয়েক বছর ধরে প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুন করে মেলে ধরার কাজটি দক্ষতার সঙ্গে করছেন মেহজাবীন চৌধুরী। এখনো এই ধারা অব্যাহত রেখেছেন। বিশেষ করে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে রীতিমতো আলোচনার ঝড় তোলেন। এরপর আরও অসংখ্য নাটকে নিজের অভিনয়শিল্পে মেধার স্বাক্ষর রাখেন মেহজাবীন।
ছোটপর্দায় আলোচনার তুঙ্গে থাকাকালীন সময়েই হঠাৎ চলতি বছর কাজ কমিয়ে দেন এই অভিনেত্রী। টিভি নাটক ছেড়ে ব্যস্ত হয়ে পড়েন ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে।
তবে দীর্ঘদিন ধরেই মেহজাবীনকে চলচ্চিত্রে দেখার প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনছিলেন সিনেমাপ্রেমীরা। তবে বড়পর্দায় কাজ করতে রাজি হচ্ছিলেন না মেহজাবীন। মেহজাবীন কবে চলচ্চিত্রে আসবেন? এমন প্রশ্ন অনুরাগীরা প্রতিনিয়তই করেন। জবাবে মেহজাবীনও বরাবরই একই কথা বলে আসছেন। তার ভাষ্য, ‘ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই সিনেমায় অভিনয় করব।’ তবে এবার দীর্ঘদিনের সেই কৌতুহলের সমাধান দিতে যাচ্ছেন মেহজাবীন। এরই মধ্যে নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এখনো পুরোপুরি মুখ খোলেননি এই তারকা। মেহজাবীন বলেন, ‘একঘেয়েমি চরিত্র করতে ভালো লাগে না। দর্শক যেমন নতুন কিছু দেখতে চায়, আমিও তেমন নতুন কিছু করতে চাই। এ বছরে দুটি কাজ করেছি। দুটিই থ্রিলার ঘরানার নাটক হলেও গল্প এবং চরিত্র, দুই ক্ষেত্রেই বৈচিত্র্য রয়েছে।
এরপর আর নতুন কাজ এখনো শুরু করিনি। বুঝে-শুনে সিদ্ধান্ত নিতে হবে। তাই নতুন নতুন স্ক্রিপ্ট দেখছি।’ এই তারকা গণমাধ্যমকে জানান, এটা ঠিক, আপাতত নতুন কোনো কাজ করছি না। তবে সিনেমাতে অভিনয় করছি কিনা এ নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। যদি সিনেমায় কাজ করি, তাহলে সময় হলেই সবাই জানতে পারবেন। গোপন করব না কিছুই। সে রকম গল্প হলে অবশ্যই চলচ্চিত্রে অভিনয় করব। আগে তো ব্যতিক্রম কিছু হতে হবে, ব্যাটেবলে মিলতে হবে। এরপরই-না চলচ্চিত্র।
মেহজাবীন এতদিন বিষয়টি নিয়ে খোলাসা করে কিছু না বললেও অন্তত দুটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, তিনি সিনেমার কাজ করছেন। এর মাধ্যমে অবশেষে ভক্তদের সেই আশা পূরণ হতে চলেছে। খুব শিগগিরই ‘জায়া’ নামের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করা হচ্ছে । এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, এর আগে ওয়েবফিল্মে কাজ করা হয়নি। গল্পটা শুনে কাজটি করতে রাজি হয়েছি। এ ছাড়া ওয়েবফিল্ম ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়, যা পৃথিবীর মানুষ দেখতে পারে। এ জন্য বিশেষ যত্ন নিয়ে এ ধরনের ফিল্ম তৈরি করা হয়। কাজগুলোয় আন্তর্জাতিক মান ধরে রাখার চেষ্টা থাকে। জানা গেছে, এক তরুণীর পারিবারিক জীবনের গল্পকে ঘিরেই নির্মাণ করা হবে ‘জায়া’। এটি নির্মাণ করবেন শিহাব শাহীন। প্রথম চলচ্চিত্রে আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধছেন মেহজাবীন। এ মাসেই সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন সিনেমার নির্মাতা। অন্য আরেক সূত্রে জানা যায়, নির্মাতা শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় একটি সিনেমার শুটিংয়ে অংশও নিয়েছেন মেহজাবীন চৌধুরী। এই নির্মাতা এর আগে অভিনেত্রী বাঁধনকে নিয়ে ওয়েবফিল্ম ‘গুটি’ বানিয়ে আলোচনায় আসেন। এবার মেহজাবীনকে নিয়ে বানাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। কোনো ওটিটি প্ল্যাটফর্মের জন্য নয়, চলচ্চিত্রটি সিনেমা হলেই মুক্তি পাবে। জানা গেছে, নারীপ্রধান চরিত্র নিয়ে এর গল্প। এই সিনেমায় মেহজাবীনের বিপরীতে কোনো নায়ক নেই। তিনিই মুখ্য চরিত্র। এ বিষয়ে অবশ্য মেহজাবীনের কোনো বক্তব্য মেলেনি। আর পরিচালক শঙ্খ দাশগুপ্তের সঙ্গে যোগাযোগ করলে তিনিও বিষয়টি নিশ্চিত না করে এড়িয়ে যান। শুধু বলেন, ফারুকীর উদ্যোগে ‘মিনিস্ট্রি অব লাভ’ এর একটি প্রজেক্ট করছি। আর সিনেমা বানানো হলে অফিসিয়ালিই সব জানাব সবাইকে। ওটিটিতে মেহজাবীনের যাত্রা শুরু হয় জিয়াউল হক ফারুকের বিপরীতে ‘রেডরুম’ ওয়েবফিল্মের মাধ্যমে। এরপর আরও দুটি ওয়েব কনটেন্টে অভিনয় করে নিজেকে প্রমাণ করেন তিনি। তবে এই অভিনেত্রীকে এখন বেশি দেখা যায় বিভিন্ন ওয়েব কনটেন্টে। ওটিটিকেই লক্ষ্য হিসেবে নিয়েছেন। এ বছর ভিকি জাহেদ পরিচালিত ‘পুনর্জন্ম’ এবং ‘আমি কী তুমি’ নামে দুটি ওয়েব সিরিজে কাজ করেছেন। দুটি কাজেই দর্শকদের দারুণ সাড়া মিলেছে।