Saturday, January 4, 2025
spot_img
Homeরাজনীতিমহাসমাবেশ ঘিরে ভীতি ছড়াতে র‌্যাবের মহড়া

মহাসমাবেশ ঘিরে ভীতি ছড়াতে র‌্যাবের মহড়া

২৮ অক্টোবর (শনিবার) বিএনপি ও জামায়াতে ইসলামীর মহাসমাবেশ কর্মসূচি ঘিরে আতঙ্ক ছড়াতে বিশেষ টহল শুরু করেছে র‌্যাব। বিভিন্ন এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের নামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্য ) জনমনে আতঙ্ক তৈরি করছে।

এদিকে সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় র‍্যাব-২ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মূলতঃ বৃহৎ এই দুই রাজনৈতিক দলের কর্মসূচিতে মানুষে ঢল ঠেকানোর অসৎ উদ্দেশ্যে এমন ভীতিকর টহল শুরু করেছে বলে মনে করছে মানুষ।

শুক্রবার (২৭শে অক্টোবর) র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম যদিও ভিন্ন দাবি করেছেন। তিনি বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। বড় দলগুলোর সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুতি নিয়েছি।

শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে র‍্যাব-২ এর আওতাধীন মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন রয়েছে।

এএসপি শিহাব করিম আরও দাবি করেন, র‍্যাব-২ এর আওতাধীন এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশনা রয়েছে। বিভিন্ন এলাকায় টহল টিম তৎপর রয়েছে।

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহাসমাবেশ কর্মসূচি রয়েছে বিএনপির। একই দিন মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করার ব্যাপারে অটল রয়েছে জামায়াতে ইসলামী। একদিন অসৎ উদ্দেশ্যে ঢাকায় সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই দিনে তিন দলের এ কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

সূত্রঃ আমার দেশ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments