নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। বর্তমানে তাকে চলচ্চিত্রে খুব একটা দেখা না গেলেও ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প! অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয়!
দর্শকদের এমন ভাবনাকে নিজের অভিনয়ের সার্থকতা হিসেবেই দেখেন বাপ্পারাজ। এ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, যদি একশো ছবি করে থাকি হয়তো আট-দশটি ছবিতে এমন চরিত্রে অভিনয় করেছি।
হতে পারে দর্শকদের কাছে এই ধরনের চরিত্রে আমার অভিনয় ভালো হয়েছে, দর্শকদের মনে গেঁথে গেছে। এ কারণে আমি ব্যর্থ প্রেমের সফল নায়ক। সেই হিসেবে মানুষের হৃদয়ে রয়ে গেছি।
অভিনেতা আরও বলেন, অনেকেই মনে করেন আমার সব সিনেমা হয়তো এমন।
কিন্তু না। আমি অ্যাকশন, পারিবারিক গল্পের ছবিও অনেক করেছি। তবে হ্যাঁ, ওইসব চরিত্রগুলো হয়তো ঠিকঠাকভাবে করতে পেরেছি বলে দর্শকদের মাথায় রয়ে গেছি। ওইসব গান বা সংলাপগুলো এখন ফেসবুক বা অন্যান্য মাধ্যমে ছড়াছড়ি হয়।
এগুলো দেখে আমার ভালো লাগে। যে অভিনেতা মানুষের মনের মধ্যে কাজ দিয়ে যেতে পারবে সে আসলে তার স্থানে সফল হয়ে যায়।
শুক্রবার সন্ধ্যায় চ্যানেল আই প্রাঙ্গণে অরুণা বিশ্বাস পরিচালিত ‘অসম্ভব’ ছবি মুক্তিকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা বাপ্পারাজ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথাগুলো বলেন তিনি। এখন অভিনয়ে নিয়মিত নন তিনি। পরিবার ও ব্যবসা নিয়েই সময় পার করছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যেসব সিনেমা আমার কাছে আসে একই চরিত্র! বারবার একই চরিত্র করতে মজা লাগে না। বয়স হয়েছে, তাই ভারি কিছু চরিত্র করতে চাই। এখন এফডিসির বাইরে ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। কথাটা আরও পাঁচ বছর আগে বলেছিলাম। মিডিয়ার ডিরেক্টররাই ভালো করছে। তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে। এফডিসি সিনেমাটোগ্রাফি, নির্মাণ এবং কনসেপ্ট সবদিক থেকে পিছিয়ে আছে।’