রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার বিএনপি-জামায়াতের ৮ শতাধিক নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার বিকেলে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এসব আদালতের পৃথক পৃথক বেঞ্চ থেকে এ তথ্য জানা গেছে।
কারাগারে পাঠানো বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন ৬৪৬ জন।
এ ছাড়া সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৮৮ জন এবং ঢাকা জেলার ৬টি থানা এলাকা থেকে গ্রেপ্তার ২১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের সিএমএম ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।