Sunday, December 29, 2024
spot_img
Homeশিক্ষাহরতালের মধ্যেও সাত কলেজের পরীক্ষা হবে

হরতালের মধ্যেও সাত কলেজের পরীক্ষা হবে

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সব চূড়ান্ত পরীক্ষা চলমান থাকবে।

আজ শনিবার রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক এবং ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।

তিনি বলেন, রোববার অধিভুক্ত সাত কলেজের স্নাতক (২০২১-২২ শিক্ষাবর্ষ) প্রথম বর্ষের এবং স্নাতকোত্তর শ্রেণির ২০২২ সালের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা হরতালের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছি। তারা এখন পর্যন্ত পরীক্ষা বন্ধ সংক্রান্ত কোনো কিছু জানায়নি। অর্থাৎ সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা হবে। আর যদি বন্ধের কোনো সিদ্ধান্ত আসে তাহলে সেটি সবাই দেখতে পাবে।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিগন্ত তালুকদার বলেন, এটা ঢাবি প্রশাসনের হঠকারী সিদ্ধান্ত। আগামীকাল যারা হরতাল ডাক দিয়েছে তারা কতটা ভয়াবহ হতে পারে তা আমরা দেখেছি আজ। কাল আমার পরীক্ষার হলে পৌঁছাতে পারব কিনা সেটা আমরা জানি না। এ রকম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীন পরিবেশ ঢাকার শহরে তৈরি হয়েছে বিএনপি-জামায়াতের হরতালের কারণে তা আমরা সবাই বুঝতে পারি। অন্যদিকে হরতালের কারণে রোববারের সব পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments