বিপুল নেতাকর্মীর বহর নিয়ে রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
শনিবারের এই কর্মসূচির জন্য তাঁর সাজানো বহরে ছিল অন্তত দুই হাজার গাড়ি, পাঁচশ পাতিল বিরিয়ানি ও কয়েক হাজার কর্মী-সমর্থক।
খাবারগুলো গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় জাহাঙ্গীরের বাড়ির উঠানে রান্না করা হয়। দলীয় সমাবেশ শুরুর আগেই ট্রাকে করে সেই বিরিয়ানি প্যাকেটে ভরে পৌঁছে দেওয়া হয় সভাস্থলের আশপাশে। প্রতি প্যাকেটে ছিল গরু কিংবা মুরগির বিরিয়ানি, একটা করে ডিম ও এক বোতল পানি।
জাহাঙ্গীর বলেন, রাজনৈতিকভাবে যে কোনো বাধাবিপত্তি আসুক না কেন, আমরা মোকাবিলা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সরকারে থাকেন– এ জন্য যা প্রয়োজন, আমরা তা-ই করব। খাবারসহ নেতাকর্মী নিয়ে সমাবেশে যাওয়ার আগে তিনি বলেন, ঢাকা ও গাজীপুরের মানুষ সবাই যেন নিরাপদে থাকে– এ জন্য আমরা ঢাকা যাচ্ছি।