ব্যবসায়ীদের বরাত দিয়ে ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি বলেন, “এলাকাটি ঘিঞ্জি। কোথায় থেকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। আগুন ক্রমাগত বাড়ছে। একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিচ্ছে।“ব্যবসায়ীরা বলছেন, যেখানে আগুন লেগেছে সেখানে এখন পর্যন্ত অন্তত ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে গেছে।”দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে খ্যাত নরসিংদীর বাবুরহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অন্তত সাতটি ইউনিট।রোববার রাত সাড়ে ১১টার দিকে শেখেরচরের বাবুরহাটের বণিক সমিতির অফিস সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নরসিংদীর বাবুরহাটের কাপড়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
RELATED ARTICLES