Thursday, January 2, 2025
spot_img
Homeআন্তর্জাতিকগাজায় মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে

গাজায় মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে

গাজায় নিহত বেড়ে ৮৩০৬

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বেসামরিক মানুষ। গাজা এখন যেনো এক মৃত্যুপুরী। এই সংঘাত তিন সপ্তাহে গড়িয়েছে। অন্যদিকে জিম্মি ইসরায়েলিদের এখনো মুক্তি দেয়নি হামাস।


ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় নিহত হয়েছেন আরও ৯৩ জন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে চলা হামলায় ৮ হাজার ৩০৬ জন নিহত হয়েছেন। যার মধ্যে ৩ হাজার ৪৫৭টিই শিশু। এ ছাড়া ২ হাজার ১৩৬ নারী ও ৪৮০ জন প্রবীণ ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় ২১ হাজার ৪৮ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯৫০ জন। এর মধ্যে ১ হাজার ৫০টি শিশু রয়েছে।


পানির তীব্র সংকট
যুদ্ধবিদ্ধস্ত গাজায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে ও ত্বকে নানা সমস্যা দেখা দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল রোববার ৩০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে।
হাসপাতালে হামলার হুমকি অব্যাহত
গাজার আল-কুদস হাসপাতাল খালি করে দিতে বলছে ইসরায়েল। অন্যথায় সেখানে হামলা চালানো হতে পারে বলে হুমকি দিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এ কারণে হাসপাতাল খালি করতে বলেছে তারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ মুহূর্তে কোনো রোগীকে স্থানান্তর করা সম্ভব নয়। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হাসপাতালের আশপাশে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।
হামাসের ৬০০ স্থাপনায় ইসরায়েলের হামলা
রাতভর গাজায় বোমাবর্ষণ করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত রাতে হামাসের ৬০০টি স্থাপনায় হামলা করেছে তারা। আগের দিন হামাসের ৪৫০ স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েল।


ইহুদিদের সুরক্ষায় রাশিয়ার প্রতি আহ্বান ইসরায়েলের
নিজেদের নাগরিক ও ইহুদিদের সুরক্ষা দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। সম্প্রতি রাশিয়ায় ইসরায়েলবিরোধী বিশাল বিক্ষোভ হয়। এতে ইহুদিবিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। ওই ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments