সৌদি আরবের রাজধানী রিয়াদে একজোড়া বাজপাখি বিক্রি হয়েছে প্রায় ৪১ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৪৫ লাখ টাকারও বেশি। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে রিয়াদে সৌদি ফ্যালকন ক্লাব আয়োজিত নিলামে বিক্রি হয়েছে পাখিগুলো। বয়সে তরুণ দুটি পাখিই পেরেগ্রিন জাতের। হেইল শহর থেকে আসা প্রথম বাজপাখিটি বিক্রি হয়েছে ২৩ হাজার ডলারে। দ্বিতীয়টির দাম উঠেছে ১৭ হাজার ডলার।
সৌদি আরবে বাজপাখির ঐতিহ্যের প্রচার এবং বাজপাখি পালক ও সমর্থকদের উৎসাহিত করার লক্ষ্যে এ নিলামের আয়োজন করেছিল কর্তৃপক্ষ। নিলামের সময় বাজপাখি সম্পর্কিত সাংস্কৃতিক, সভ্যতাগত এবং অর্থনৈতিক কার্যকলাপে সৌদি সরকারের সহায়তার নানা ক্ষেত্র তুলে ধরা হয়।
এছাড়া বাজপাখির পেছনে বিনিয়োগ, নিলামের বিকাশ ও কেনাবেচায় নিয়ন্ত্রণের বিষয়টিও উঠে আসে নিলামে।
সূত্র: আরব নিউজ কেএএ/