Thursday, April 10, 2025
spot_img
Homeআন্তর্জাতিকবাবার সঙ্গে ওমরাহ পালনে গিয়ে দুই বোনের মৃত্যু

বাবার সঙ্গে ওমরাহ পালনে গিয়ে দুই বোনের মৃত্যু

বাবার সঙ্গে ওমরাহ পালনে যাওয়ার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিয়াউল হক চেয়ারম্যান বাড়ির সৌদি প্রবাসী রহমত উল্যাহ হেলালের মেয়ে ইফরা (৮) ও হাফছা (২)।

জানা যায়, রহমত উল্যাহ হেলাল প্রায় ২০ বছর ধরে সৌদিতে বসবাস করে আসছেন। তার স্ত্রীসহ তিন কন্যা সন্তান রয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে ওমরাহ পালনের উদ্দ্যেশে মদীনা থেকে প্রাইভেটকারে করে রওনা দেন হেলাল। যাত্রাপথে একটি কাভার্ডভ্যান তাদের প্রাইভেটকারের পেছনে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে থাকা পাঁচজন আহত হলেও ইফরা ও হাফছা দুই বোন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments