অবরুদ্ধ গাজ্জায় ইসরাইলি বাইিনী স্থল অভিযানের মধ্যে লেবাননের গোয়েন্দা প্রধান আব্বাস ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধি দল।
সোমবার বৈরুতে লেবাননের গোয়েন্দা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, হামাস প্রতিনিধিদল গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতির উন্নতির বিষয়ে আব্বাস ইব্রাহিমকে অবহিত করেছে।
নিউজ এজেন্সি বলেছে, ‘গাজ্জায় স্থল আক্রমণের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে হামাস প্রস্তুত বলে জানিয়েছে হামাসের প্রতিনিধি দল।’