ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ‘গোরস্থান’ বানানোর ঘোষণা দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, ‘আমরা আমাদের মধ্যস্থতাকারীদের ইতোমধ্যে জানিয়েছি যে, আগামী কয়েক দিনের মধ্যে আমরা বেশ কয়েকজন বিদেশি (জিম্মিকে) ছেড়ে দেবো। আমরা আরও জানিয়েছি যে, এই গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের গোরস্তান বানানোর আগ পর্যন্ত আমরা থামব না।’
এর আগে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ‘শিশুদের কবরস্থানে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার।
জেনেভায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গাজায় শুধুমাত্র ইসরাইলের বোমা হামলায় শিশুরা মারা যাচ্ছে না; প্রয়োজনীয় চিকিৎসার অভাবেও তাদের মৃত্যু হচ্ছে।’
সর্বশেষ তথ্যানুযায়ী, গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত সাড়ে ৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ হাজারের বেশি শিশু ও ২ হাজারেরও বেশি নারী রয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার।