কুয়েতে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মোহাম্মদ জাবেদ হোসেন নামে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় দেশটির জাহারা শিল্প এলাকার সালমি রোডে দুই গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ হোসেন কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর ইউনিয়নের কফিল উদ্দিনের ছেলে।
জানা গেছে, দ্রুতগামী দুই গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লেগে জাবেদ হোসেনের গাড়িতে থাকা এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হয় আরও একজন। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহত জাবেদ হোসেন কুয়েতে দোকান, গোডাউন ভাড়া নিয়ে ব্যবসা করতেন। এলপি গ্যাস সিলিন্ডার, সবজি ও কয়লার গুদাম ঘরে মালামাল সাপ্লায়ার হিসেবে অর্ডার পৌঁছে দিতেন দোকানে দোকানে।
এর আগেও সোমবার সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সালাউদ্দিন নামে অপর এক বাংলাদেশির মৃত্যু হয়। কুয়েতের ওয়াফরা এলাকায় ৫০০ নম্বর রোডে সাইকেল চালানোর সময় পেছন থেকে একটি গাড়ির ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মৃত্যু বরণ করেন।