Saturday, January 4, 2025
spot_img
Homeবাংলাদেশরাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির ঝটিকা মিছিল

রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির ঝটিকা মিছিল

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষদিনে সরকারের পদত্যাগসহ এক দফা এক দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে রাজধানীর খিলগাঁও, খিলক্ষেত, কাঁটাবন, তেজগাঁও কলেজ এলাকায় ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। আর গাজীপুরের কালিয়াকৈর, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এর বাইরে রাজধানীর ধানমন্ডি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে মিছিল এবং টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এদিকে গত চার দিনের মতো আজও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেননি দলটির কোনো নেতাকর্মী। কার্যালয়ে ঝুলছে তালা। তবে, বরাবরের মতো বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments