Saturday, January 4, 2025
spot_img
Homeআন্তর্জাতিকগাজায় শহীদের সংখ্যা ছাড়াল ৯ হাজার

গাজায় শহীদের সংখ্যা ছাড়াল ৯ হাজার

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজ্জায় এখন পর্যন্ত ৯ হাজার ছাড়িয়েছে শহীদের সংখ্যা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিয়মিত আপডেটে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে দখলদার ইসরাইলী বাহিনীর চালানো অমানবিক হামলায়— গাজ্জায় ৯ হাজার ৬১ জন মানুষ নিহত হয়েছেন। এরমধ্যে শিশুর সংখ্যা হলো ৩ হাজার ৭৬০ জন।

গত ২৬ দিন ধরে গাজায় অব্যাহতভাবে বোমা ছুড়ে যাচ্ছে ইসরাইলী বাহিনী। এছাড়া গত ২৮ অক্টোবর থেকে তারা স্থল অভিযানও শুরু করেছে।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলের হামলায় ৯ হাজারের বেশি মানুষ প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছেন ৩২ হাজার মানুষ।

এছাড়া আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ ২ হাজার ৬০০ জন নিখোঁজ থাকার তথ্য পেয়েছে। যার মধ্যে শিশু হলো ১ হাজার ১৫০ জন। এসব শিশু হয় নিখোঁজ রয়েছে অথবা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

শুধুমাত্র আজ বৃহস্পতিবার ইসরাইলের হামলায় ২৫৬ জন বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখন পর্যন্ত ১৩৫ স্বাস্থ্যকর্মীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ইসরাইলীরা এ সময়ের মধ্যে ২৫টি অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে।

দখলদার ইসরাইলী বাহিনীর অব্যাহত হামলায় গাজার ১৬টি হাসপাতাল এবং ৩২টি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

সূত্রঃ আল জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments