কাতারের মধ্যস্থতায় বিদেশি নাগরিক ও গুরুতর আহতরা গাজা ছাড়ার সুযোগ পাচ্ছেন এমনটাই জানা গেছে।
কাতারের মধ্যস্থতায় গত ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো খুলে দেয়া হয়েছে মিশরের রাফাহ ক্রসিং। ক্রসিংটি ব্যবহার করে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ছাড়তে পারবেন দেশটিতে থাকা বিদেশি নাগরিক ও গুরুতর আহত ব্যক্তিরা।
বুধবার (১ নভেম্বর) কাতারের মধ্যস্থতায় মিশর, ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে রাফাহ ক্রসিং খুলে দেয়ার চুক্তি হয়।
চুক্তি মোতাবেক,
গাজা থেকে পাসপোর্টধারী কাতারের মধ্যস্থতায় বিদেশি নাগরিক ও গুরুতর আহত গাজাবাসীরা রাফাহ ক্রসিং ব্যবহার করে গাজা ছাড়তে পারবেন। তবে কতদিনের জন্য ক্রসিংটি খোলা থাকবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, এই চুক্তি হামাসের হাতে বন্দি ইসরাইলি নাগরিকদের মুক্তি বা গাজায় মানববিক সংকট কমানোর সঙ্গে সম্পর্কিত না।
অন্যদিকে হামাসের আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক টেলিগ্রাম বার্তায় মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, তারা দ্রুত তাদের হাতে আটক দুই শতাধিক বন্দিকে ছেড়ে দেবেন।
গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি।