Saturday, January 4, 2025
spot_img
Homeফিলিস্তিনবিমান হামলা চালিয়ে নিজেদেরই ৬০ জনের বেশি বন্দিকে হত্যা করেছে ইসরাইল: হামাস

বিমান হামলা চালিয়ে নিজেদেরই ৬০ জনের বেশি বন্দিকে হত্যা করেছে ইসরাইল: হামাস

বিমান হামলা চালিয়ে নিজেদেরই ৬০ জনের বেশি বন্দিকে হত্যা করেছে ইসরাইল: হামাস; এমনটাই বিবৃতি দিয়েছেন আবু উবাইদা।
গাজা উপত্যকায় অনবরত বিমান হামলা চালিয়ে হামাসের হাতে থাকা বন্দীদের মধ্য থেকে ৬০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী।

শনিবার (৪ নভেম্বর) টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড।

বিবৃতিতে সামরিক শাখার প্রধান আবু উবাইদা বলেন, “গাজায় বর্বর ইসরাইলি বাহিনীর বোমা হামলার ফলে শত্রুপক্ষের ৬০ জনেরও বেশি বন্দি নিহত হয়েছে।”

ইসরাইলি বাহিনীর বিমান হামলার ফলে নিহত ২৩ জন বন্দীর মৃতদেহ ধ্বংসপ্রাপ্ত ভবন ও কাঠামোর ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে রয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
প্রসঙ্গত; গত ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালায় হামাস। এ অভিযানে অবৈধ বসতি স্থাপনকারী ও ইসরাইলি সৈন্য সহ প্রায় ২৫০ জনকে বন্দী করে গাজায় নিয়ে আসে স্বাধীনতাকামী সংগঠনটি।

অভিযানের পর আবু উবাইদা এক বিবৃতিতে বলেন, এসব বন্দীদের মধ্য থেকে ২০০ জনকে আল কাসসাম ব্রিগেডের কাছে রাখা হয়েছে। বাকি বন্দিদের অন্যান্য ফিলিস্তিনি স্বাধীনতাকে আমি সংগঠনগুলোর হাতে দিয়ে দিয়েছি।

সূত্র: প্রেস টিভি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments