কাতারের ফিরোজ আবদুল আজিজ নামক স্থানে মোটরসাইকেলের গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় নিহত ছয় জনের মধ্যে চার জন বাংলাদেশি বাকি দুইজন পাকিস্তানি।
নিহত চার বাংলাদেশির মধ্যে ১ জন মীর হোসেন ফরহাদ দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়ন এর সিলোনিয়া সোনাপুর গ্রামের মৃত আবুল খায়ের এর ছেলে। আরেকজন হলো, মাহফুজ ফেনী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা। অপরজন, নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের, দক্ষিণ রাজারামপুর গ্রামের, নিলাম বাড়ীর, জমিদার মিয়ার ছেলে লিটন লিটন।
বাকি জন চাঁদপুর কচুয়া দারাশাহী তুলপাই গ্রাম, সরকার বাড়ির মোঃ আব্দুল কাদির।
রবিবার রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল দোকানের কর্মচারী গাড়ির পার্টস জ্বালাই করার সময় পেট্রোলের সংস্পর্শে আগুন লাগে। এ ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন নিহত হন।
নিহতদের মরদেহ কখন বাংলাদেশে আনা হবে তা এখনও কেউ নিশ্চিত করেনি।
আরও পড়ুন- “যথেষ্ট হয়েছে”, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি কাতারের আমিরের