Thursday, January 2, 2025
spot_img
Homeবাংলাদেশআবারো টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

আবারো টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

বাংলাদেশে বিরোধী দল বিএনপি তৃতীয় দফায় আবারো টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। সর্বশেষ ৪৮ ঘণ্টার অবরোধ আগামীকাল ভোর ছয়টায় শেষ হবে।

জানা গেছে, বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ৮ ও ৯ নভেম্বর সারাদেশে অবরোধের এই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

মঙ্গলবার এক দিন বিরতি দিয়ে দেয়া এই অবরোধ বুধবার সকাল ছয়টা থেকে কার্যকর হবে।
১২ দলীয় জোটের সমন্বয়ক বলেন, ৮ ও ৯ তারিখ আমরা সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ পালন করব। এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ এক বিবৃতিতে বলেন, বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। দেশবাসীর প্রতি আমার অনুরোধ— আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সাথে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করবেন।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রবিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে। মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে এ দলের অবরোধ।

এর আগে, গত সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে দলগুলি।

আরও পড়ুন- ৫৭ সেকেন্ডে নৌকা মার্কায় ৪৩টি সিল মারেন ছাত্রলীগ নেতা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments