Wednesday, January 1, 2025
spot_img
Homeআন্তর্জাতিকফিলিস্তিনিদের রক্ষায় তুরস্কের দায়িত্ব রয়েছে: এরদোগান

ফিলিস্তিনিদের রক্ষায় তুরস্কের দায়িত্ব রয়েছে: এরদোগান

ফিলিস্তিনিদের রক্ষায় তুরস্কের দায়িত্ব রয়েছে: এরদোগান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত বন্ধ করার দায়িত্ব রয়েছে তুরস্কের। এমনটি মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই গাজায় যে রক্তপাত হচ্ছে তা বন্ধ করা আমাদের দায়িত্ব। রোববার (৫ নভেম্বর) তুরস্কের কৃষ্ণসাগর তীরবর্তী প্রদেশ রিজে বক্তৃতাকালে প্রেসিডেন্ট এরদোগান গাজায় ইসরাইলি আগ্রাসন নিয়ে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, গাজায় রক্তপাত বন্ধ করা তুরস্কের দায়িত্ব।ইসরাইলের নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের বাঁচানোর দায়বদ্ধতা রয়েছে তুরস্কের।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই গাজায় যে রক্তপাত হচ্ছে তা বন্ধ করা আমাদের দায়িত্ব। ফিলিস্তিনি জনগণের জন্য তুরস্কের প্রচেষ্টা সম্পর্কে এরদোয়ান বলেন, “বর্তমানে যা কিছু দৃশ্যমান আমরা তার চেয়ে বেশি করছি এবং সেটি চালিয়ে যাব।”

এদিকে টুইটারে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট এরদোগান বলেন, যে খুনিরা পুরো ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে শিশু, মা এবং নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে, সেইসাথে নিপীড়িতদের সম্পত্তি লুণ্ঠন করছে, সেইসব চোরদের খুঁজে বের করা আমাদের মানবিক দায়িত্ব।

দখলদার ইসরাইলী আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই অনৈতিক, হৃদয়হীন এবং ঘৃণ্য গণহত্যার মতো অপরাধের সমর্থনকারীদের যেখানেই আমরা মুখোমুখি হবো সেখানেই তাদের অপরাধগুলোকে চিহ্নিত করে দেওয়াও আমাদের ঐতিহাসিক দায়িত্ব।

তাইয়্যেপ এরদোগান আরও বলেন, জেরুসালেমের হারাম আল-শরিফের- যার মধ্যে আমাদের প্রথম কিবলা আল-আকসা মসজিদও অন্তর্ভুক্ত রয়েছে, এর পবিত্রতা রক্ষা করা আমাদের আধ্যাত্মিক বাধ্যবাধকতা। তবে সেটি এমনভাবে করতে হবে যাতে অন্যান্য ধর্মের সদস্যদের অধিকারকে সম্মান করা হয়।

সূত্রঃ আনাদোলু এজেন্সি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments