শ্রীলঙ্কাকে হারানোর পরের দিনেই ধাক্কা খেল বাংলাদেশ। বিশ্বকাপে আর খেলবেন না সাকিব আল হাসান।
বাংলাদেশের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাকিব আল হাসান খেলবে না। মঙ্গলবারই দেশে ফিরে যাচ্ছেন অধিনায়ক। তাঁর চোট লেগেছে বলে জানা গিয়েছে। সেই কারণে শেষ ম্যাচে খেলবেন না সাকিব।
বাংলাদেশ যদিও আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। তাই এই ম্যাচের খুব একটা গুরুত্ব নেই দলের কাছে। বাংলাদেশ দলের ফিজিয়ো বেজেদুল ইসলাম খান জানিয়েছেন সাকিবের হাতের চোটের কথা। তিনি বলেন, “ব্যাট করার সময় সাকিবের আঙুলে বল লেগেছিল। ও সেটা নিয়েই ব্যাট করেছে। আঙুলে টেপ লাগিয়ে খেলছিল সাকিব। ব্যথা কমানোর ওষুধও খেয়েছিল। দিল্লিতে এক্স রে করানো হয় ওর। তাতে দেখা যায় যে শাকিবের আঙুলের হাড়ে চিড় ধরেছে। সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ লাগবে। মঙ্গলবারই দেশে ফিরে যাবে সাকিব আল হাসান। সেখানে রিহ্যাব হবে ওর।”
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৫ বলে ৮২ রান করেন সাকিব। ১২টি চার এবং দু’টি ছক্কা মারেন তিনি। তাঁর ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তুলে নেয় বাংলাদেশ। সাকিব আল হাসান যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন বাংলাদেশ ৫৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। তিনি ব্যাট, বলে পারফর্ম করে দলকে জেতান। ম্যাচের সেরাও হন তিনি।
কিছু দিন আগে দেশে ফিরে গিয়েছিলেন সাকিব আল হাসান। সে বার নিজের ব্যক্তিগত কোচের কাছে গিয়ে অনুশীলন করেছিলেন শাকিব। এ বার আবার দেশে ফিরছেন তিনি। তবে এবার আর ফিরবেন না তিনি। কারণ বিশ্বকাপে বাংলাদেশের একটা ম্যাচ বাকি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১ নভেম্বর খেলে দেশে ফিরবে তারা সবাই। সেমিফাইনালে ওঠার কোনও সম্ভাবনা নেই তাদের। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই ম্যাচে বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাকা করার জন্য। প্রথম সাতের মধ্যে শেষ করতে চাইবে বাংলাদেশ। সেটা না হলে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না তারা।
আরও পড়ুন- ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব