Thursday, April 10, 2025
spot_img
Homeবাংলাদেশঅবরোধে সারাদেশে টহল দিচ্ছে র‍্যাবের ৪৬০ দলঢাকায় ১৬০

অবরোধে সারাদেশে টহল দিচ্ছে র‍্যাবের ৪৬০ দলঢাকায় ১৬০

বিএনপি ও জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।

এছাড়া সারা দেশে আছে ৪৬০টি দল।বুধবার (৮ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। কেউ যেন আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটাতে না পারে, সেজন্য র‍্যাব ফোর্সেস সতর্ক রয়েছে। সারা দেশে ৪৬০টি টইল দল মোতায়েন করা হয়েছে, আর ঢাকার রাজধানীতে আছে ১৬০টি

সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে গত শুক্রবার (৩ নভেম্বর) সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এরপর শনিবার বিরতি দিয়ে রবি ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ পালন করেছে দলটি। পরে আবারো ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দেয় বিএনপি।

যদিও এ দফা অবরোধে সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকায় আগের অবরোধের তুলনায় যানবাহন চলাচল বেড়েছে। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। তবে তা স্বাভাবিকের তুলনায় কম। যদিও আতঙ্কে চলছে না দূরপাল্লার বাস। আর টার্মিনালগুলোতেও লোকজনের তেমন দেখা যায়নি। সকাল থেকেই স্বাভাবিক সময়ের মতোই দায়িত্ব পালন করতে হচ্ছে ট্রাফিক বিভাগের সদস্যদের।

আরও পড়ুন – ঢাকায় ১০ দিনে ১১২ মামলা; গ্রেপ্তার ১৬৩৬ জন: ডিএমপি সূত্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments