Wednesday, January 1, 2025
spot_img
Homeবাংলাদেশঢাকায় ১০ দিনে ১১২ মামলা; গ্রেপ্তার ১৬৩৬ জন: ডিএমপি সূত্র

ঢাকায় ১০ দিনে ১১২ মামলা; গ্রেপ্তার ১৬৩৬ জন: ডিএমপি সূত্র

বাংলাদেশের রাজধানী ঢাকার নয়াপল্টনে, বিরোধী দল বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে, গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ১০ দিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ১১২টি মামলা হয়েছে।

এছাড়া ৬ নভেম্বর (সোমবার) পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীসহ ১ হাজার ৬৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ও হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় ও সহিংসতার পর, নথিভুক্ত মামলার পরিসংখ্যানের ভিত্তিতে ডিএমপি সদর দপ্তর সূত্র জানায়, ওইদিন (২৮ অক্টোবর) আটটি মামলা দায়ের হয় এবং পরদিন দায়ের করা হয় ২৭টি মামলা

এছাড়া, ৩০ অক্টোবর ৮টি, ৩১ অক্টোবর ১০টি এবং ১ নভেম্বর ও ২ নভেম্বর প্রতিদিন ১৪টি করে মামলা দায়ের করা হয়। অন্যদিকে ৩, ৪ ও ৫ নভেম্বর যথাক্রমে ৭টি, ১টি ও ১৩টি এবং সর্বশেষ ৬ নভেম্বর দায়ের করা হয় আরো ১০টি মামলা।

ডিএমপির সূত্র মতে, ২৮ অক্টোবর ৬৯৬ জন এবং ২৯ অক্টোবর ২৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, ৩০ অক্টোবর ১৫৮ জন ও ৩১ অক্টোবর ১৪১ জন, ১ ও ২ নভেম্বর যথাক্রমে ৯৬ জন ও ৬০ জনকে গ্রেপ্তার করে। আর, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন ও ৬ নভেম্বর ৮২ জনকে গ্রেপ্তার করা করেছে পুলিশ।

আরও পড়ুন – হয়তো চার বা পাঁচ বছর পর বেজে উঠবে ইসরাইলের মৃত্যুঘণ্টা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments