Wednesday, January 1, 2025
spot_img
Homeআন্তর্জাতিকমালয়েশিয়ায় পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সতর্ক করল হাইকমিশন

মালয়েশিয়ায় পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সতর্ক করল হাইকমিশন

মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবার নাম করে নানাভাবে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছে দালাল চক্র।

মালয়েশিয়ায় প্রতারক দালাল চক্রের বিরুদ্ধে পাসপোর্টসংক্রান্ত বিষয়ে প্রবাসীদের সতর্ক করেছে হাইকমিশন। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট সেবাসংক্রান্ত বিষয়ে হাইকমিশন একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র জালিয়াতির আশ্রয় নিয়ে হাইকমিশনের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ খুলে প্রবাসীদের মাঝে দ্রুততম পাসপোর্ট সেবা দেওয়ার নামে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের নানাভাবে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে হাইকমিশন অবগত হয়েছে।

মিশনের পক্ষ থেকে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় এই প্রতারক চক্রদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের প্রদত্ত তথ্যও সাদরে গৃহীত হবে এবং এ সংক্রান্ত যে কোনো তথ্য মিশনের ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

তাছাড়া বিজ্ঞপ্তিতে প্রতারকদের বিষয়ে তথ্য পাঠাতে (mission.kualalumpur@mofa.gov.bd) মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। দালাল ও প্রতারক চক্র হতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

আরও পড়ুন – অবরোধে সারাদেশে টহল দিচ্ছে র‍্যাবের ৪৬০ দলঢাকায় ১৬০

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments