Saturday, January 4, 2025
spot_img
Homeআন্তর্জাতিকগাজায় নিহতের সংখ্যা ছাড়াল ১০ হাজার; প্রায় সাড়ে ৪ হাজার জনই হলো...

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ১০ হাজার; প্রায় সাড়ে ৪ হাজার জনই হলো শিশু

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ১০ হাজার ৮১২; প্রায় সাড়ে ৪ হাজার জনই হলো শিশু।

গাজায় দখলদার ইসরাইলের অব্যাহত বিমান হামলায় ১০ হাজার ৮১২ ফিলিস্তিনি শহীদ হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ হাজার ৪১২ জনই হলো শিশু। গতকাল সব মিলিয়ে ১০ হাজার ৫৬৯ জনের নিহতের তথ্য জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ২৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরাইল। যা এক মাসেরও বেশি সময় ধরে চলছে।

ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে ৭ অক্টোবর অভিযান চালায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। তাদের চলা দুই-তিনদিনের সেই অভিযানে ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরাইলি নিহত হন। যার মধ্যে ৩৫০ জনেরও বেশি ছিল ইসরায়েলি সেনা ও পুলিশ সদস্য।

হামাসের হামলার প্রতিশোধ নিতে বিমান হামলার পাশাপাশি ২৮ অক্টোবর থেকে স্থল হামলাও শুরু করে ইসরাইল।

সূত্র: বিবিসি

আরও পড়ুন – গাজা ইস্যু নিয়ে তুরস্ক ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments