Wednesday, January 1, 2025
spot_img
Homeআন্তর্জাতিকগাজা ইস্যু নিয়ে তুরস্ক ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক

গাজা ইস্যু নিয়ে তুরস্ক ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক

গাজা ইস্যু নিয়ে তুরস্ক ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা- ইকো’র ১৬তম শীর্ষ সম্মেলনের অবকাশে দ্বিপক্ষীয় বৈঠক করেন এই দুই প্রেসিডেন্ট।
বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এমন একটি মুসলিম বিশ্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন যেটি ইসরাইলি অপরাধযজ্ঞের ব্যাপারে অভিন্ন অবস্থান গ্রহণ করবে এবং এই দখলদার শক্তির ওপর চাপ বৃদ্ধি করবে। তিনি জানান, গাজা ইস্যুতে গ্যারান্টার হিসেবে কাজ করতে চায় তুরস্ক।

ইরান, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে ১৯৮৫ সালে তেহরানে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা- ইকো গঠিত হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওই ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কয়েকটি দেশ এবং আফগানিস্তানকে এই সংস্থায় অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে ইকোভুক্ত দেশগুলো হচ্ছে- ইরান, পাকিস্তান, তুরস্ক, আফগানিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিরঘিজিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান।

সূত্র : পার্সটুডে

আরও পড়ুন – ফিলিস্তিনিদের রক্ষায় তুরস্কের দায়িত্ব রয়েছে: এরদোগান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments