Saturday, January 4, 2025
spot_img
Homeআন্তর্জাতিকযুদ্ধ বন্ধে সৌদিতে ইসলামিক বিশ্বের নেতাদের বৈঠক

যুদ্ধ বন্ধে সৌদিতে ইসলামিক বিশ্বের নেতাদের বৈঠক

যুদ্ধ বন্ধে সৌদিতে ইসলামিক বিশ্বের নেতাদের বৈঠক আয়োজন করা হয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর যুদ্ধ বন্ধের দাবি নিয়ে সৌদি আরবে একত্রিত হয়েছেন ইসলামিক ও আরব বিশ্বের নেতারা।

শনিবার (১১ নভেম্বর) রাজধানী রিয়াদে আরব ও ইসলামিক বিশ্বের নেতাদের নিয়ে ‘ইসলামিক ও আরব সম্মেলন’ নামক একটি বৈঠক আয়োজনা করা হয়।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ বেশ কয়েকজন বড় বিশ্ব নেতা এ সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলন থেকে গাজায় ইসরায়েলের হামলা এবং ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের তীব্র নিন্দা জানানো হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদও এই সম্মেলনে অংশ নিয়েছেন। এ বছরের শুরুতে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়

সৌদিগামী বিমানে চড়ার আগে বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারির সুরে বলে যান, এখন আর শুধু কথা বলার সময় নয়; এখন কথার সঙ্গে কাজও করতে হবে। এছাড়া গাজায় যুদ্ধ বন্ধে ইসলামিক বিশ্বের এক থাকার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার প্রতিবাদে গাজায় বিমান ও স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের এসব নির্বিচার হামলায় এখন পর্যন্ত গাজায় ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে সাড়ে চার হাজার শুধু শিশু।

গাজায় দখলদার ইসরায়েলিদের চালানো বর্বরতা সবকিছুকে ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এখন অবরুদ্ধ এ উপত্যকার হাসপাতালগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন – গাজায় যুদ্ধ বিরতির দাবিতে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপির পদত্যাগ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments