Thursday, April 10, 2025
spot_img
Homeঅন্যান্যআইসল্যান্ডে জরুরি অবস্থা জারি, ১৪ ঘণ্টায় ৮০০ ভূমিকম্প

আইসল্যান্ডে জরুরি অবস্থা জারি, ১৪ ঘণ্টায় ৮০০ ভূমিকম্প

আইসল্যান্ডে জরুরি অবস্থা জারি, ১৪ ঘণ্টায় ৮০০ ভূমিকম্প, এমনই এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপের দেশ আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেইকানেস উপদ্বীপে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এ উপদ্বীপের কাছেই একটি আগ্নেয়গিরি রয়েছে। এ ঘটনার পর বিজ্ঞানীরা অগ্ন্যুৎপাত ও আরও বড় মাত্রায় ভূমিকম্পের আশঙ্কা করছেন। এ জন্য নাগরিক প্রতিরক্ষার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ ঘটনার পর কয়েকদিনের মধ্যে দেশটিতে অগ্ন্যুৎপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইসল্যান্ডের গ্রিন্দাভিক গ্রামে প্রায় ৪ হাজার লোক বসবাস করেন। এটি ভূমিকম্পগুলোর উপকেন্দ্র থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। অগ্ন্যুৎপাত শুরু হলে গ্রামটির লোকজনকে সরিয়ে নেওয়া হবে।

সংস্থাটির তথ্যনুসারে এ সিরিজ ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।

আইওএম জানিয়েছে, অক্টোবরের শেষ থেকে শুক্রবার পর্যন্ত দেশটির ওই অঞ্চলে প্রায় ২৪ হাজার বার কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এসব ভূমিকম্পের বেশির ভাগের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ছিল বলেও জানায় সংস্থাটি।

আরও পড়ুন – পেলেন ৩৩ লাখ টাকা! এক মিষ্টি কুমড়া ফলিয়ে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments