হক ও বাতিলের যুদ্ধে প্রত্যেককে সিদ্ধান্ত নিতে হবে কে কোন পক্ষে দাঁড়াবে: ইরানের প্রেসিডেন্ট; এমনটাই বক্তব্য দিয়েছেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, গাজা যুদ্ধ হলো হক ও বাতিলের মধ্যকার যুদ্ধ। প্রত্যেককে আজ সিদ্ধান্ত নিতে হবে কে কোন্ পক্ষে দাঁড়াবে।
তিনি বলেন, আমেরিকা সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে এবং ইহুদিবাদী ইসরাইলের পেছনে দাঁড়িয়েছে। ইহুদিবাদী ইসরাইলকে আত্মরক্ষার অজুহাতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যেতে উৎসাহিত করছে।
রিয়াদে গাজা বিষয়ক ওআইসি’র জরুরি এক বৈঠকে মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দ গাজায় ইহুদিবাদীদের হামলা অবিলম্বে বন্ধের ওপর জোর দিয়েছেন। প্রেসিডেন্ট রায়িসি ইহুদিবাদী ইসরাইলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে অগ্রাধিকার দেওয়ার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।
সূত্র : পার্সটুডে
আরও পড়ুন – গত ৪৮ ঘন্টায় ইসরাইলের ২৫ টি সামরিক যান ধ্বংসের দাবি হামাসের