Wednesday, January 1, 2025
spot_img
Homeআন্তর্জাতিকইসরাইল কর্তৃক গাজা গণহত্যায় এখন পর্যন্ত যেসব সাংবাদিক শহীদ হলেন

ইসরাইল কর্তৃক গাজা গণহত্যায় এখন পর্যন্ত যেসব সাংবাদিক শহীদ হলেন

আত্মরক্ষার অজুহাতে গাজায় শুরু করা বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক অভিযান যে নিছক কোনো অভিযান নয় তার সাক্ষী হয়েছে পুরো বিশ্ব।

সংখ্যালঘু পরিচয়ে আত্মরক্ষার অজুহাতে ভয়ংকর গণহত্যা ও বোমা হামলা চালাচ্ছে জায়োনিস্ট অবৈধ রাষ্ট্রটি। এখন পর্যন্ত ১১ হাজার ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে বিশ্ব মানবতার শত্রু রাষ্ট্রটি।
এছাড়া আন্তর্জাতিক ভাবে যাদের নিরাপত্তা সুরক্ষিত এমন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকেও হত্যা করেছে অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী সেনারা। যার মধ্যে নারী, শিশু ও সাংবাদিকরা অন্যতম। সন্ত্রাসবাদ নির্মুলের নামে ৮ অক্টোবর থেকে শুরু করা গণহত্যায় ৮ হাজার নিরীহ নারী ও শিশু হত্যার পাশাপাশি এখন পর্যন্ত ৪৯জন ফিলিস্তিনি সাংবাদিককে নির্মমভাবে হত্যা করেছে তারা।

সম্প্রতি এই ৪৯ জন সাংবাদিকের পরিচয় প্রকাশ করে গাজা কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সাংবাদিক সুরক্ষা কমিটি সিপিজে।
আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় গাজায় গণহত্যা ও বর্বরতা চালিয়ে যাওয়া ইসরাইলের হাতে নির্মমভাবে যে ৪৯জন ফিলিস্তিনি সাংবাদিক শাহাদাত বরণ করেছেন তারা হলেন –
১. মুহাম্মদ কারগুন
২. মুহাম্মদ আস-সালেহী
৩. ইবরাহীম লাফী
৪. হুসসাম মুবারক
৫. মুহাম্মদ আবু মাতার
৬. আব্দুর রহমান শিহাব
৭. রাজিব আন-নাকিব
৮. আয়েদ আল নাজ্জার
৯. হিশাম আন-নাওওয়াগাহ
১০. মুহাম্মদ রিজক সুবহ
১১. আয়েদ আন-নিসার
১২. সাঈদ আত-তাওয়িল
১৩. আসাদ শামলাখ
১৪. সামিহ আন-নাদি
১৫. মুহাম্মদ আবু জারিফাহ
১৬. আব্দুল হাদি হাবিব
১৭. মুহাম্মদ আবু আলি
১৮. আনাস আবু শামালাহ
১৯. আলি সুলাইমান
২০. খলিল আবু উজরাহ
২১. মুহাম্মদ বা’লুশাহ
২২. ইসসাম বুহার
২৩. হানি আল মাদহুন
২৪. সালমা মুখাইমার
২৫. ইয়াসির আবু নামুস
২৬. আহমদ আবু মাহাদি
২৭. জামাল আল ফাকাওয়ুল
২৮. সাঈদ হাতাবি
২৯. মুহাম্মদ আল হুসনী
৩০. রুশদি আস-সিররাজ
৩১. ইয়াহিয়া আবু মানি
৩২. মুহাম্মদ লাব্বাদ
৩৩. আইমান আল উকাইলী
৩৪. মুহাম্মদ আল বাআ’রী
৩৫. ইয়াদ মাতার
৩৬. মাজিদ কাশকু
৩৭. নাজমি নাদিম
৩৮. হুজায়ফা নাজ্জার
৩৯. ইমাদ আল ওয়াহিদী
৪০. মুহাম্মদ আল জাজা
৪১. মাজিদ আরান্দাস
৪২. নাম অজানা (নারী সাংবাদিক)
৪৩. দুআ শারাফ
৪৪. মুহাম্মদ আবু হাতেব
৪৫. মুহাম্মদ আবু হাসিরাহ
৪৬. হাইসাম হারারাহ
৪৭. মুস্তাফা নাকিব
৪৮. জহির আল আফগানি
৪৯. আহমদ মাসউদ

সূত্র: আনাদোলু

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments