শর্তহীন সংলাপের আহ্বান যুক্তরাষ্ট্রের, প্রধান তিন দলকে পাঠিয়েছে চিঠি।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল- আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। চিঠিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শর্তহীন সংলাপের আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই চিঠি দিয়েছেন। সোমবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, আমেরিকার সরকারের পক্ষে এই তিন দলের জ্যেষ্ঠ নেতাদের কাছে মার্কিন এই বার্তা পৌঁছে দিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস চিঠিগুলো পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে।
চিঠিটি দেওয়ার পর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত আমাদের পার্টির চেয়ারম্যানকে চিঠিটি হস্তান্তর করেছেন। পিটার হাস জানিয়েছেন, একই চিঠি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি—তিন দলকেই দেওয়া হয়েছে।
‘জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, ‘চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এজন্য শর্তহীনভাবে সংলাপের আহ্বান জানানো হয়েছে।’
তিনি বলেন, ‘চিঠিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে ভিসানীতি গ্রহণ করেছে, তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।’
তবে বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি।