সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসীর মৃত্যু।
সৌদি আরবে রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের দুই জন প্রবাসী তরুণ নিহত হয়েছেন। শনিবার (১১ নভেম্বর) স্থানীয় সময় আনুমানিক ভোর সাড়ে ৬টায় সৌদি আরবের রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় গাড়ি উল্টে তারা নিহত হন।
তারা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মো: বাবুল খানের ছেলে মো: ফারদিন খান (২৩), এবং মো: রাশেদ (৩২), তিনি মামুদনগর ইউনিয়নের মো: তারা মিয়ার ছেলে।
জানা যায়, কাজে যাওয়ার সময় গাড়ি উল্টে গিয়ে তারা নিহত হয়। বর্তমানে তাদের লাশ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। লাশ বাংলাদেশে নিজ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু বলেন, সংসারের একমাত্র উপার্জন ব্যক্তি মো. ফারদিন খান। বাবা ধার-দেনা করে প্রবাসে পাঠিয়েছে। বৃদ্ধা বাবা-মা যেন বিলাপ করে নানা রকমের স্মৃতির কথা বলছেন। অনেক আশায় বিদেশে পাড়ি জমান ফারদিন।
পরিষদ চেয়ারম্যান মো: শাহীদুল ইসলাম অপু ও মামুদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জজ কামাল উল্লেখিত প্রবাসীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
আরও পড়ুন – মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী