Wednesday, January 1, 2025
spot_img
Homeআন্তর্জাতিককবরস্থানে পরিণত হয়েছে গাজার আল শিফা হাসপাতাল: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কবরস্থানে পরিণত হয়েছে গাজার আল শিফা হাসপাতাল: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কবরস্থানে পরিণত হয়েছে গাজার আল শিফা হাসপাতাল: বিশ্ব স্বাস্থ্য সংস্থা; মঙ্গলবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফা প্রায় একটি কবরস্থানে পরিণত হচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলেছে, এর ভেতরে এবং বাইরে মৃতদেহ জমে আছে। জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, কয়েক ডজন অকাল শিশু এবং ৪৫ জন কিডনি রোগী যাদের ডায়ালাইসিস প্রয়োজন, তাদের সঠিকভাবে চিকিৎসা করা যাচ্ছে না।

গাজার উত্তরাঞ্চলে অবস্থিত আল-শিফা হাসপাতালটি গত কয়েক দিন ধরে ইসরাইলের সামরিক বাহিনীর সাথে যুদ্ধে ফ্রন্টলাইন বা সম্মুখ সারিতে পড়ে গেছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, গাজার উত্তরাঞ্চলে অবস্থিত আল-শিফা হাসপাতালটির নিচে সুড়ঙ্গে একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল কেন্দ্র পরিচালনা করছে হামাস। তবে এ দাবি অস্বীকার করেছে হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমিয়ার বলেছেন, এই মূহুর্তে হাসপাতালটিতে প্রায় ছয় শতাধিক মানুষ আটকে পড়েছেন। হলগুলোতে আশ্রয় নিয়েছেন আরো অনেক মানুষ। তিনি বলেন, ‘হাসপাতালের চারপাশে মরদেহ পড়ে আছে, যাদের দাফন করা যাচ্ছে না বা সরিয়ে অন্য কোথাও মর্গে নেয়াও যাচ্ছে না।’ লিন্ডমিয়ার আরো বলেন, ‘হাসপাতালটির যেভাবে কাজ করা দরকার এটি আর সেভাবে কাজ করতে পারছে না। এটা এখন প্রায় একটি কবরস্থান।’

চিকিৎসকরাও জানিয়েছেন, হাসপাতালে লাশ জড়ো করে রাখা হয়েছে এবং সেগুলো পঁচতে শুরু করেছে।আল-শিফার চিকিৎসক ডা. মোহামেদ আবু সেলমিয়া বিবিসিকে বলেছেন, ইসরাইলি কর্তৃপক্ষ এখনো পঁচতে থাকা লাশগুলো হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে দাফন করার অনুমতি দেয়নি। এর মধ্যে কুকুরগুলো হাসপাতাল প্রাঙ্গণে ঢুকে লাশগুলো খেতে শুরু করেছে।

এছাড়া আরো কয়েক ডজন অপরিণত নবজাতকের জীবন নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে কারণ বিদ্যুৎ না থাকার কারণে তাদেরকে আর ইনকিউবেটরে রাখা যাচ্ছে না।

সেলমিয়া জানিয়েছেন, ওই শিশুদের মধ্যে সাতটি শিশু অক্সিজেনের অভাবে এরইমধ্যে মৃত্যুবরণ করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক রেগেভ বলেছেন, ইসরাইল হাসপাতাল থেকে শিশুদের সরিয়ে নেয়ার ‘বাস্তবসম্মত সমাধান’ দিয়েছে কিন্তু হামাস তাতে রাজি হচ্ছে না।আল-শিফার সাথে সাথে গাজার অন্য হাসপাতালগুলো থেকেও নানা ধরণের অভিযোগ আসছে।

চলমান সংঘাত এবং ইসরাইলের নিষেধাজ্ঞার কারণে এসব হাসপাতালে চিকিৎসা সরবরাহ এবং বিদ্যুৎ পৌছাচ্ছে না বলে জানা যাচ্ছে। গত সাত অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে এই সংঘাত চলছে।

সূত্র: বিবিসি

আরও পড়ুনগাজায় হামলা চালাতে ইসরাইলের প্রতিদিন খরচ হচ্ছে ২৬ কোটি ডলার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments