Saturday, January 4, 2025
spot_img
Homeআন্তর্জাতিককাতারের মধ্যস্থতায় ৩ দিনের যুদ্ধ বিরতিতে যাচ্ছে ইজরাইল ও হামাস

কাতারের মধ্যস্থতায় ৩ দিনের যুদ্ধ বিরতিতে যাচ্ছে ইজরাইল ও হামাস

কাতারের মধ্যস্থতায় ৩ দিনের যুদ্ধ বিরতিতে যাচ্ছে ইজরাইল ও হামাস। বিনিময়ে ৫০ ইসরাইলী জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

তবে এই চুক্তির সব শর্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে চুক্তির মধ্যস্থতাকারী কাতারের সরকারি একজন কর্মকর্তা। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সমন্বয়ে কাতারের কর্মকর্তারা হামাস-ইসরাইলের এই চুক্তি নিয়ে কাজ করছেন। ওই কর্মকর্তা বলেছেন, চুক্তিটি এখনও আলোচনার প্রক্রিয়ায় রয়েছে।

চুক্তিতে তিন দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৫০ জিম্মির মুক্তিতে রাজি হয়েছে হামাস। একই সঙ্গে ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তি এবং গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তার পরিমাণ বৃদ্ধির শর্তও দিয়েছে হামাস।

গত ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অঞ্চল থেকে দুই শতাধিক ইসরাইলীকে জিম্মি করেছে হামাস।

কাতারের ওই কর্মকর্তা বলেছেন, হামাস এই চুক্তির সাধারণ রূপরেখায় সম্মত হয়েছে। তবে ইসরাইল এখনও রাজি হয়নি। আর এই চুক্তি কতসংখ্যক ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হতে পারে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

গত কয়েক সপ্তাহে কাতার-নেতৃত্বাধীন হামাস-ইসরাইলের যুদ্ধবিরতির আলোচনায় উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। কিন্তু আলোচনা এখন তিন দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৫০ বেসামরিক জিম্মির মুক্তিকে কেন্দ্র করেই এগোচ্ছে।

আরও পড়ুন – গাজায় হামলা চালাতে ইসরাইলের প্রতিদিন খরচ হচ্ছে ২৬ কোটি ডলার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments