Wednesday, January 1, 2025
spot_img
Homeবাংলাদেশজাতীয় সংসদ নির্বাচন ৭ই জানুয়ারি, মনোনয়ন জমার শেষ তারিখ ৩০শে নভেম্বর

জাতীয় সংসদ নির্বাচন ৭ই জানুয়ারি, মনোনয়ন জমার শেষ তারিখ ৩০শে নভেম্বর

বাংলাদেশে আগামী বছরের ৭ই জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ৩০শে নভেম্বর।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।ভাষণে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে তিনি বলেছেন। নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিলো এমন সময়ে যখন নির্বাচনকালীন সরকার নিয়ে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক বিরোধ চরম অবস্থায় রয়েছে।

বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পঞ্চম দফার মতো অবরোধ পালন করছে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো। এর মধ্যেই বাংলাদেশের বড় তিনটি দলকে চিঠি দিয়ে ‘পূর্বশর্ত ছাড়া’ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এর আগে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র এবং বাধা দানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার দেয়ার মতো ঘোষণাও দিয়েছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন সময় আন্তর্জাতিক মহল থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানানো হলেও সেরকম সম্ভাবনা খুব কম।

তফসিলে যা যা রয়েছে –

• ভোটগ্রহণের দিন- ৭ই জানুয়ারি, ২০২৪

• মনোনয়নপত্র জমার শেষ তারিখ – ৩০শে নভেম্বর, ২০২৩

• মনোনয়নপত্র বাছাই – ১লা থেকে ৪ঠা ডিসেম্বর, ২০২৩

• আপিল – ৬ই থেকে ১৫ই ডিসেম্বর, ২০২৩

• মনোনয়নপত্র প্রত্যাহার – ১৭ই ডিসেম্বর, ২০২৩

• প্রতীক বরাদ্দ – ১৮ই ডিসেম্বর, ২০২৩

• প্রচারণা – ১৮ই ডিসেম্বর, ২০২৩ থেকে ৫ই জানুয়ারি, ২০২৪

সূত্রঃ বিবিসি বাংলা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments