ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে একটি মামলা দায়ের করেছেন একদল আইনজীবী।
তারা সুস্পষ্ট করে বলেছেন, গাজায় ইসরাইল যে বর্বরতা চালিয়েছে তা যুদ্ধাপরাধের পর্যায়ে চলে গেছে।
আইনজীবী দলের নেতৃত্বে রয়েছেন ফ্রান্সের ঝানু আইনজীবী গিলেস ডেভার্স। তিনি গতকাল (বুধবার) হেগে এ মামলা দায়ের করেন।
পরে তিনি বলেন, গাজায় ইসরাইল যা করছে তাতে সব বিচারে এটা যুদ্ধাপরাধ।ইয়োগোস্লাভিয়া ও রুয়ান্ডার যুদ্ধপরাধের কথা উল্লেখ করে তিনি বলেন, “আগের পরিস্থিতি যে নজির স্থাপন করেছে তার আলোকেই অভিযোগ জমা দেয়া হয়েছে।
আমার কাছে একদম পরিষ্কার যে, সমস্ত মানদণ্ডে ইসরাইল গাজায় যুদ্ধাপরাধ করেছে। এটা আমার মত নয়, আইনের দৃষ্টিতে এটাই বাস্তবতা।”
সূত্রঃ পার্সটুডে