কাতারে সেলস এক্সিকিউটিভ ও ড্রাইভার আবশ্যক।
কোম্পানি: AKMA মিনারেল ওয়াটার কাতার
১. পদের নাম: সেলস এক্সিকিউটিভ
আবেদনের যোগ্যতা:
ক. মিনারেল ওয়াটার বিপণনের পূর্ব অভিজ্ঞতা।
খ. ইংরেজি ও হিন্দি ভাষা জানতে হবে।
গ. ম্যানুয়াল ড্রাইভিং লাইসেন্স।
ঘ. এনওসি
প্রার্থীর ধরন: পুরুষ
কর্মস্থল: কাতার
চাকরির ধরন: ফুল-টাইম
বেতন: আলোচনা সাপেক্ষ
২. পদের নাম: ড্রাইভার
আবেদনের যোগ্যতা:
ক. মিনারেল ওয়াটার কোম্পানিতে কাজের অভিজ্ঞতা।
খ. ইংরেজি ও হিন্দি ভাষা জানতে হবে।
গ. ম্যানুয়াল ড্রাইভিং লাইসেন্স (মিডিয়াম ট্রাক)
ঘ. এনওসি
প্রার্থীর ধরন: পুরুষ
কর্মস্থল: কাতার
চাকরির ধরন: ফুল-টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে।
ইংরেজিতে সিভি সহ নিম্নোক্ত ই-মেইলে আবেদন করুন: sales@akmawater.com