আকস্মিক হামলা চালিয়ে বিশ্বমানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১১টি সামরিক যান ধ্বংস ও ডজনখানেক সেনাকে হতাহত করেছে ফিলিস্তিন স্বাধীনতাকামীদের অন্যতম সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেড।
বুধবার (১৫ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আজ জাহরুদ দীক এলাকায় সুড়ঙ্গ খননের সময় ইহুদিবাদী ইসরাইলের পুরো খনন ইউনিট ও তাদের নিরাপত্তা দেওয়া সশস্ত্র ইউনিটের উপর হামলা চালিয়েছি। খনন ইউনিটটির সকলকে নিহত করেছি ও তাদের নিরাপত্তা দিতে এগিয়ে আসা সশস্ত্র নিরাপত্তা ইউনিটের সকলকে আহত ও নিহত করতে সক্ষম হয়েছি।
এছাড়া অন্যত্র এন্টি পার্সোনাল ডিভাইস ব্যবহার করে আরেক সেনা ইউনিটকে উড়িয়ে দিয়েছি।
বিবৃতিতে আরো বলা হয় যে, গাজায় অনুপ্রবেশকারী ইহুদিবাদী ইসরাইলী সেনাদের বিভিন্ন ধরণের ১১টি সামরিক আংশিক ও পরিপূর্ণ ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন – ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র, নেতানিয়াহুকে শীগ্রই ক্ষমতা ছাড়তে হবে: এরদোগান