উত্তর গাজার আল-ফাখুরা স্কুলে ইসরাইলি বোমা হামলায় দুইশ’র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলের নির্বিচার হামলা থেকে বাঁচতে জাবালিয়া এলাকার এই স্কুলে হাজার হাজার বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন।
এছাড়া সেখানকার ‘তাল আল জাতার’ স্কুলেও বোমা ফেলা হয়েছে।
আল জাজিরার প্রতিনিধি ইমাদ জাকৌত প্রাথমিকভাবে উত্তর গাজার বৃহত্তম শরণার্থী শিবির জাবালিয়ার আল-ফাখুরা স্কুলে ইসরাইলের বোমা হামলায় কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন বলে জানান।
পরবর্তীতে তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, স্কুলে ইসরাইলের বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।
ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, আজ দখলদার বাহিনীর জঙ্গিবিমানগুলো জাবালিয়া এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করা হচ্ছে বলেও তারা জানিয়েছেন।
গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় ১২ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। আমেরিকা, ইউরোপসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন ও সহযোগিতায় সেখানে নারকীয় হত্যাকাণ্ড চালানো হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোও জোরালো কোনো পদক্ষেপ নিচ্ছে না।