গাজা উপত্যকায় গত চার দিনে ইসরাইলি বাহিনীর ৯ সদস্যকে নিহত ও ৬২ টি সাঁজোয়া যান অকার্যকর করার দাবি জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা।
তিনি আরো বলেন, বেইত লাহিয়ার পশ্চিমে ইসরাইলি বাহিনীর দুটি জিপ গাড়ি ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে একটি বিল্ডিং ধ্বংস করা হয়েছে যেখানে বেশ কয়েকজন ইসরাইলি সৈন্য লুকিয়ে ছিল। এছাড়াও গাজার বিভিন্ন রাস্তায় শত্রুকে তাড়া করা হয়েছে।
মুখপাত্র আবু উবাইদা আরো বলেন, নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা “আপনার প্রত্যাশার চেয়ে অনেক বেশি।”
তিনি বলেন, “গাজা উপত্যকায় মানবিক লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। আর চিকিৎসা ব্যবস্থার উপর আক্রমণ এটি প্রমাণ করছে যে তারা ব্যর্থ হয়েছে।
তারা (ইসরায়েলি বাহিনী) অপরাধী যারা হাসপাতালের অভ্যন্তরে সদ্য জন্ম নেওয়া শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে।”ইসরায়েলি জিম্মিদের নিরাপদ ও যত্নে রাখার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাস কর্মকর্তারা বলেও জানান আবু উবাইদা। তবে ইসরাইলি হামলায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছে।
ইসরাইলি জনগণকে উদ্দেশ্য করে আবু উবাইদা বলেন, “আপনাদের সৈন্যরাই জিম্মিদের হত্যা করেছে যা আপনারা খুব শীঘ্রই বা পরে দেখতে পাবেন।”
সূত্র: মিডল ইস্ট আই
আরও পড়ুন – আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে ৫ দেশের অভিযোগ