Thursday, April 10, 2025
spot_img
Homeআন্তর্জাতিকবিশ্বকাপ ফাইনালে ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে দর্শক

বিশ্বকাপ ফাইনালে ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে দর্শক

ভারত বিশ্বকাপের ফাইনালে ম্যাচের মধ্যেই দেখা গেল এক অন্যরকম ঘটনা। রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল চলাকালে ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক।

সেই দর্শকের টি-শার্টের সামনের অংশে লেখা ছিল ‘স্টপ বোম্বিং প্যালেস্টাইন’ অর্থাৎ ফিলিস্তিনে বোমা হামলা বন্ধ করুন। আর পেছনে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’।

সময়ক্ষেপণ না করে তার পেছনে ছুটেন নিরাপত্তাকর্মীরা। ওই দর্শককে ধরে মাঠের বাইরে নিয়ে যান তারা। ভারতের ইনিংস চলাকালীন ১৪তম ওভারে ঘটে ঘটল ঘটনাটি।

অ্যাডাম জাম্পার করা ১৪তম ওভারে তৃতীয় বলটির সময় মাঠে প্রবেশ করেন এই সমর্থক। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। যদিও সম্প্রচারে ক্যামেরায় খুব বেশি দেখানো হয়নি এ দৃশ্য।

এদিকে ফাইনালকে ঘিরে নিরাপত্তা বাড়িয়েছে আহমেদাবাদ রাজ্য পুলিশ। জানা গেছে, স্টেডিয়ামের মধ্যে দায়িত্ব পালন করছেন তিন হাজারের ওপর পুলিশ সদস্য। এর পরেও এমন ঘটনা স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments