আজ থেকে এএফসি এশিয়ান কাপ কাতার- ২০২৩ এর দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হচ্ছে।
আগামী ১২ই জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত কাতারে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ, দোহা সময় বিকেল ৪ টা থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু হবে।
কাতারের স্থানীয় ওয়েবসাইট এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট ক্রয় করা যাবে।
এশিয়ান কাপের টিকেট কিনতে এখানে ক্লিক করুন।
টিকিটের সর্বনিম্ন মূল্য ২৫ কাতার রিয়াল। এর আগে গত ১০ অক্টোবর থেকে প্রথম ধাপের টিকিট বিক্রি হয়েছিল। তখন মাত্র ২৪ ঘন্টায় প্রায় ৮১২০৯ টি টিকেট বিক্রি হয়েছিল। এখন পর্যন্ত টিকেট ক্রয়ে কাতার, সৌদি আরব ও ভারতীয়রা এগিয়ে আছে। এবারের খেলায় মোট ২৪টি দল অংশগ্রহণ করবে। কাতারের নয়টি স্টেডিয়ামে মোট ৫১ ম্যাচ খেলা হবে।