এশিয়ান কাপ থেকে পাওয়া লাভের সব টাকা গাজায় দান করা হবে বলে ঘোষণা দিয়েছে কাতার।
এবছর কাতারে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ ২০২৩। এই খেলার টিকেট বিক্রি থেকে পাওয়া লাভের সব টাকা দান করা হবে ফিলিস্তিনের গাজাবাসীর জন্য।
এদিকে আজ ২০ নভেম্বর থেকে এশিয়ান কাপের ২য় ধাপের টিকিট বিক্রি শুরু হয়েছে, কাতারের স্থানীয় ওয়েবসাইট এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবে আগ্রহীরা।
টিকিটের সর্বনিম্ন মূল্য ২৫ কাতার রিয়াল। এর আগে গত ১০ অক্টোবর থেকে প্রথম ধাপের টিকিট বিক্রি হয়েছিল। তখন মাত্র ২৪ ঘন্টায় প্রায় ৮১২০৯ টি টিকেট বিক্রি হয়েছিল।
এখন পর্যন্ত টিকেট ক্রয়ে কাতার, সৌদি আরব ও ভারতীয়রা এগিয়ে আছে। এবারের খেলায় মোট ২৪টি দল অংশগ্রহণ করবে। কাতারের নয়টি স্টেডিয়ামে মোট ৫১ ম্যাচ খেলা হবে।
সূত্র: কাতার নিউজ এজেন্সি