গত ৪৮ ঘন্টায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৫০ জন সেনা সদস্যের নিহত ও দাফনের খবর পাওয়া গিয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) ৫০ জন ইসরাইলী সেনার দাফনের একটি ভিডিও চিত্র অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ইসরাইলের একটি সমাধি ক্ষেত্রে অবৈধ রাষ্ট্রটির সেনারা পতাকায় মোড়ানো কফিন বহন করে সমাধিতে দাফনের জন্য নিয়ে আসছেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে, ভিডিওতে দেখানো সমাধি ক্ষেত্রটি ছিলো ইসরাইলের কিরয়াত শাওল সামরিক সমাধিক্ষেত্র। যাদের লাশ বহন করে দাফনের জন্য নিয়ে আসা হচ্ছিলো তাদের সকলেই গত ৪৮ ঘন্টায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের হামলায় নিহত ইসরাইলী সেনা ও কমান্ডার।সংখ্যায় তারা ৫০ জন।
পরবর্তীতে সমাধিক্ষেত্রের পরিচালক ডেভিড বারুক সাথে এই প্রসঙ্গে কথা বললে সংবাদমাধ্যমকে ৫০জনের দাফনের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি তিনি চাঞ্চল্যকর তথ্য দেন।
ইসরাইলী সামরিক সমাধিটির পরিচালক বলেন যে, তুফানুল আকসা শুরুর ২দিন পর থেকে প্রতি ঘন্টা দেড়েকের ব্যবধানে আমাদের অন্তত ১জন সেনার লাশ দাফন করতে হচ্ছে সমাধিতে। যা এর আগে কখনোই করতে হয়নি আমাদের।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন – হামাসকে ধ্বংস করে বন্দীদের ছিনিয়ে আনা অসম্ভব: ইসরাইলি সাবেক কর্মকর্তা