পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের সঙ্গে নির্বাচনের আলাপ হয়েই গেছে। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী– তারা আলাপ করে ফেলেছেন।
সোমবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানিজ বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।এ ক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, আমরাও চাই এটা। ভারত চায় বাংলাদেশের যে গণতান্ত্রিক পদ্ধতি ও প্রক্রিয়া আছে, সেটা সমুন্নত থাকুক। গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে কোনো রকমের ভাটা না পড়ে।
মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আলাপতো হয়েই গেছে ওদের সাথে। এটাতো মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী, তারা আলাপ করে ফেলেছেন।’
ভারতের সঙ্গে আসন্ন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ওই বৈঠকে দ্বিপক্ষীয় খুঁটিনাটি বিষয়ের আলোচনা হবে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র সচিবের ওটাতে নির্বাচন নিয়ে আলাপ হবে না। আগামী ২৩ নভেম্বর ভারত সফরে যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের।
আরও পড়ুন – নির্বাচনে যাওয়ার জন্য বিরোধী দলগুলোকে চাপ দেওয়া হচ্ছে : নুরুল হক নুর